এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের হরিপুরে খাস জমি দখল করে বাসা নির্মাণ করে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নেয়ায় সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে সিলেট বিদ্যুত আদালতের ম্যাজিস্ট্রেট ও হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলীকে নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় অবৈধভাবে বিদ্যুত সংযোগ দেয়ায় ৪টি বাসার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা যায়, হরিপুর এলাকায় মৃত আমির হোসেনের পুত্র আলী হোসেন, ফজর আলী, ফরিদ মিয়া ও আলী হোসেনের পুত্র সোহেল মিয়া দীর্ঘদিন ধরে খোয়াই নদীর জমি দখল করে অবৈধভাবে বাড়ি ঘর নির্মাণ করে বিদ্যুত অফিসের অনুমতি ছাড়াই অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করছিল। এসব সংযোগে বেশ কয়েকটি টমটম চার্জ দেয়া হয়। বিষয়টি বারবার বিদ্যুত অফিস নিষেধ করলেও এ আদেশ উপেক্ষা করে তারা বিদ্যুত ব্যবহার অব্যাহত রাখে। অভিযান চালিয়ে তাদের এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে তারা পালিয়ে যায়।