বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : নির্মাণ কাজে অনিয়ম থাকায় নব-নির্মিত ভবনের উদ্বোধন করেননি সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। রবিবার বিকেলে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ বহুমুখি পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে উদ্বোধন না করেই ফিরে আসেনজানা গেছে, ৬৬ লাখ টাকা ব্যয়ে সিংগেরকাছ বহুমুখি পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নব-নির্মিত ভবন রোববার উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে এমপির নামে নামফলকও নির্মিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেন। এমপি ইয়াইহইয়া চৌধুরীও যথাসময়ে উপস্থিত হন। কিন্ত সেখানে তিনি উপস্থিত হয়ে জানতে পারেন ভবন নির্মাণ কাজে অনিয়ম হয়েছে। তাই উদ্বোধন না করেনই তিনি ফিরে আসেন। এনিয়ে এলাকাবাসির মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়।
বিদ্যালয় এন্ড কলেজ ভবনের নির্মাণ কাজে অনিয়ম থাকার জন্য এমপি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন না করে এক দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। এভাবে যদি অন্যান্য জনপ্রতিনিধিরা সজাগ দৃষ্টি রাখতেন তাহলে দেশের সরকারি কোনো কাজে অনিয়ম হত না। এজন্য এমপি ইয়াহইয়া চৌধুরীকে অভিনন্দন জানান উপস্থিত এলাকাবাসী।
এব্যাপারে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, বিদ্যালয়ের ভবন উদ্বোধন করতে গিয়ে জানতে পারি নির্মাণ কাজে অনিয়ম হয়েছে। তাই ভবনের উদ্বোধন করিনি। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।