স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে ॥ মাধবপুরের প্রবীন শিক্ষক ও উপজেলা বিএনপির সদস্য ছাব্দুল আলী মাষ্টার বুধবার রাত ৯টায় অসুস্থ্যজনিত কারনে চৌমুহনী ইউনিয়নের গ্রামে রাজনগর তার নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহিলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০)। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জয়পুর মসজিদ বাজার মাঠে জানাযা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।
তার মৃত্যুতে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান,উপজেলা বিএনপি সভাপতি ওমর আলী খান মাষ্টার, পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,চৌমুহনী ইউনিয়ন বিএনপি”র সভাপতি আঃ আলীম মীর বাদল,সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমান,সাধারণ সম্পাদক ফরিদুর রহমান,যুগ্ন সম্পাদক ছায়েদুর রহমান,সহ সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন,যুবদল সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,ছাত্রদল সভাপতি হামিদুর রহমান,সাধারণ সম্পাদক ইকবাল শাহ রাব্বি,সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মদ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।