নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ছাত্রলীগের কমিঠি গঠন কে কেন্দ্র করে শুক্রবার বিকেলে ছাত্রলীগের দু-গ্র“পের সংঘর্ষে নবগঠিত কমিঠির পৌর ছাএলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও আলী হোসেন আহত হয়েছে। আহত অবস্থায় তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এ গঠনায় নবীগঞ্জ শহরে টান-টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষ এড়াতে শহরে পুলিশ মোতায়েন রয়েছে।
সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা করে। নবাগঠিত কমিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নিরেঞ্জন দাশ’র নাম ঘোষনা করে কমিঠি দেয়া হয়। এ ঘঠনার খবর নবীগঞ্জে ছড়িয়ে পরলে পদবঞ্চিত নেতা কর্মিরা বিক্ষুব্দ হয়ে রাতেই বিক্ষোব মিছিল করে। এর পর থেকে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে নবাগত কমিঠির নেতাকর্মিরা নবীগঞ্জ শহরে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিটিং করে বের হয়ে যাওয়ার সময় পুর্ব থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগ নেতা সোহাগ আহমদ চৌধুরীসহ পদবঞ্চিত নেতাকর্মিরা পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন এর উপর হামলা করে এতে দেলোয়ারসহ দুইজন আহত হয়। এ সময় শহরে উত্তেজনা ছড়িয়ে পরলে সাধারণ মানুষ দিক বেদিক ছুটা-ছুটি করতে থাকে। খবর পেয়ে দলীয় নেতাকর্মি ও পুলিশ ঘঠনাস্থলে ছুটে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।