হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিস্ফোরক মামলায় সিলেট সিটি মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
রোববার সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তার আইনজীবির মাধ্যমে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ এর আদালতে জামিন আবেদন করেন। শুনানী শেষে বিচারক আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দেন।
আরিফুল হকের আইনজীবি এডভোকটে মঞ্জুর উদ্দিন আহমদ শাহীন জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে তার মায়ের অসুস্থার কথা বলে জামিন আবেদন করার পর আদালত শুনানী শেষে ১৫ দিনের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নিহত হয়। এ ঘটনায় জেলা আওয়ামীলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে। হত্যা মামলাটি বর্তমানে সিলেটে বিচারাধীন আছে।