সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

আজমিরীগঞ্জের ৫ ইউপিতে নির্বাচন আজ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

7569আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: টান টান উত্তেজনা আর সংঘর্ষের আশঙ্কা নিয়ে আজ বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউনিয়নগুলো হলো- আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা।

৫টি ইউনিয়নে ৪৬টি ভোট কেন্দ্রের সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকে কিন্দ্র করে প্রতিটি ইউনিয়নে টান টান উত্তেজনা বিরাজ করছে।

নির্বাচনে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র মিলিয়ে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের ৬ জন ও ২টি ইউনিয়নে বিএনপি’র ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ১৫টি সংরক্ষিত মহিলা আসনে ৫৭ জন ও ৪৫টি ওয়ার্ডে মেম্বার পদে ১৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। ৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৬৫ হাজার ৮৯১ জন। ভোট কেন্দ্র ৪৭টি ও ভোট কক্ষ ১৬৬টি।

জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। নির্বাচনে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কোথাও আইন-শৃঙ্খলার অবনতি দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৫ ইউনিয়নে বিজিবি, র‌্যাব ও পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিটি ইউনিয়নে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ৫টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে ৪৭ জন প্রিসাইডিং অফিসার ও ১৬৮ জন সহকারি প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ রিজার্ভ থাকবে।

মঙ্গলবার সরকারি দল ও বিরোধী দলের চেয়ারম্যান প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়।

৫টি ইউনিয়নে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের তালিকা ইউনিয়নওয়ারি তুলে ধরা হলো-
১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আব্দুস কদ্দুছ মিয়া (নৌকা), ইসমাঈল হোসেন সরস (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী রওশন আলী (আনারস), আব্দুল আউয়াল (মোটর সাইকেল), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মশক আলী (অটোরিক্সা), স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির শেখ (ঘোড়া)। সংরক্ষিত ১নং মহিলা আসনে শোভা আক্তার (হেলিকাপ্টার), মোছাঃ সুফিয়া খাতুন (সূর্যমুখী ফুল); ২নং আসনে অর্পনা রায় (সূর্যমুখী ফুল), মোছাঃ আসমা আক্তার (বই), তুলনা বেগম (মাইক); ৩নং আসনে লক্ষ্মী রানী সূত্রধর (সূর্যমুখী ফুল), শিপ্রা রানী সূত্রধর (তালগাছ); সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আব্দুল হাসিম (ফুটবল), মোঃ কদর আলী (আপেল), তকবুল মিয়া (ঘুড়ি), বাবুর আলী (তালা), মহিবুর রহমান (মোরগ); ২নং ওয়ার্ডে জিয়াউর রহমান (বৈদ্যুতিক পাখা), মোঃ নবী হোসেন (মোরগ); ৩নং ওয়ার্ডে জিয়াউর রহমান (মোরগ), মুকিত মিয়া (টিউবওয়েল); ৪নং ওয়ার্ডে আব্দুল হেকিম (ফুটবল) স্বাধীন মিয়া (মোরগ), সবুজ কান্তি রায় (আপেল); ৫নং ওয়ার্ডে শাহজাহান মিয়া (তালা), সুফল মিয়া (ফুটবল), সাহেল মিয়া (মোরগ); ৬নং ওয়ার্ডে আজিজুর রহমান (ঘুড়ি), আবুল ফজল মিয়া (মোরগ), মোঃ জসিম উদ্দিন (ফুটবল); ৭নং ওয়ার্ডে আক্তার হোসেন (মোরগ), সেলিম মিয়া (ফুটবল); ৮নং ওয়ার্ডে কাশেম আলী (টিউবওয়েল), মোঃ ছিদ্দিক আলী (মোরগ) এবং ৯নং ওয়ার্ডে অশ্বিনী দাস (মোরগ), উসমান মিয়া (ফুটবল), মোক্তার হোসেন (টিউবওয়েল)। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬ হাজার ২০৩। এর মধ্যে পুরুষ ৩ হাজার ০৫৪ ও মহিলা ৩ হাজার ১৩৯।

২নং বদলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সুশেনজিৎ চৌধুরী (নৌকা), রমাকান্ত সরকার (ধানের শীষ), প্রবীর চন্দ্র দাস (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী তুষার কান্তি দাস মনু (ঘোড়া), প্রেমতোষ চৌধুরী (মোটর সাইকেল)। সংরক্ষিত ১নং আসনে বৃহস্পতি (সূর্যমুখী ফুল), যোগমায়া দাস (মাইক); ২নং আসনে অনিতা রানী দাস (কলম), ঝরণা চক্রবর্তী (বই), সুপ্রভা রানী চক্রবর্তী (তালগাছ), সূরুচী বালা দাস (মাইক), সুরেশ দেবী (সূর্যমুখী ফুল); ৩নং আসনে নাছিমা আক্তার (হেলিকাপ্টার), প্রমিলা রানী দাস (তালগাছ), মোছাঃ কামরুনাহার (মাইক), সাফিয়া আক্তার (সূর্যমুখী ফুল)। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে গুনমনি দাস (ফুটবল), দিলীপ কুমার দাস (তালা), পুলিন চন্দ্র দাস (মোরগ), রমাকান্ত চৌধুরী (টিউবওয়েল); ২নং ওয়ার্ডে কিরণ তালুকদার (টিউবওয়েল), গোপিকা রঞ্জন তালুকদার (ফুটবল), প্রানেশ তালুকদার (ক্রিকেট ব্যাট), পনব পুরকায়স্থ (লাটিম), বাদল চন্দ্র দাস (ভ্যানগাড়ী), মিঠুন তালুকদার (মোরগ), রনজিত কুমার তালুকদার (তালা), রঞ্জিত দাশ (ঘুড়ি), রুপেন্দ্র পুরকায়স্থ (আপেল); ৩নং ওয়ার্ডে উত্তম কুমার দাস (মোরগ), গুনসিন্ধু চক্রবর্তী (আপেল), দিলীপ চক্রবর্তী (ফুটবল), নেপাল চন্দ্র দাস (তালা), প্রাণকৃষ্ণ দাস (টিউবওয়েল), রতন চক্রবর্তী (বৈদ্যুতিক পাখা), হীরেন্দ্র চন্দ্র দাস (ঘুড়ি); ৪নং ওয়ার্ডে অদৈত্য তালুকদার (ফুটবল), গৌর প্রসাদ দাস (আপেল), জগত জ্যোতি দাস (মোরগ); ৫নং ওয়ার্ডে অরুন কুমার তালুকদার (ফুটবল), দীন দয়াল দাস (টিউবওয়েল), দ্বীপক কুমার দাস (আপেল), পরিন্দ্র চন্দ্র (মোরগ); ৬নং ওয়ার্ডে অটল কুমার দাস (মোরগ), কৃষ্ণধন চক্রবর্তী (ক্রিকেট ব্যাট), ধীরেন্দ্র চন্দ্র দাস (টিউবওয়েল), নেপাল চন্দ্র দাস (তালা), বজ্রগোপাল দাস (ভ্যানগাড়ী), মহাদেব দাস (বৈদ্যুতিক পাখা), লক্ষিকান্ত দাস (ফুটবল); ৭নং ওয়ার্ডে মোহন লাল চৌধুরী (তালা), সুরেশ চন্দ্র (টিউবওয়েল), সুশান্ত চন্দ্র দাস (ফুটবল); ৮নং ওয়ার্ডে জয়দুল হোসেন (মোরগ), মনসুর আলী (ফুটবল) এবং ৯নং ওয়ার্ডে আব্দুল কাদির (মোরগ), মোঃ ইছব আলী (তালা), ইব্রাহিম মিয়া (টিউবওয়েল), জয়নাল আবেদীন (ঘুড়ি), সফিক (ফুটবল)। এ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৬০৫। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৪৩৯ ও মহিলা ৭ হাজার ১৬৬ জন।

৩নং জলসুখা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আব্দুল কাদির শামছু (নৌকা), আবু আলী ইছাক চৌধুরী দিলু (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী ফয়েজ মিয়া (মোটর সাইকেল), স্বতন্ত্র আব্দুর নুর মিয়া (ঘোড়া)। সংরক্ষিত ১নং মহিলা আসনে অচর্না রানী গোপ (সূর্যমুখী ফুল), লক্ষ্মী রানী দেবনাথ (মাইক); ২নং আসনে ফাহমিদা আক্তার (হেলিকাপ্টার), মোছাঃ রাজিয়া সুলতানা (তালগাছ), রাবিয়া খাতুন (সূর্যমুখী ফুল); ৩নং আসনে জাকলিমা বেগম (মাইক), নাজমা আক্তার (মাইক), মাসুকবিবি (তালগাছ), সেকুল বেগম (ক্যামেরা), সেলিনা আক্তার (সূর্যমুখী ফুল), সেলিনা আক্তার-২ (হেলিকাপ্টার), মোছাঃ হুছনাআরা বেগম (কলম)। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মজিবুর রহমান (মোরগ), মোশাহিদ মিয়া (ফুটবল); ২নং ওয়ার্ডে আকবর আলী (তালা), কালীপদ পাল (মোরগ), নিতু রঞ্জন গোপ (টিউবওয়েল), সন্তোষ রঞ্জন গোপ (বৈদ্যুতিক পাখা), মোঃ আব্দুল হামিদ মন্টু (ফুটবল); ৩নং ওয়ার্ডে নিতেশ চন্দ্র গোপ (ফুটবল), ফারুক মিয়া (ফুটবল), আব্দুল রকিব (মোরগ); ৪নং ওয়ার্ডে আলাউদ্দিন মিয়া (ফুটবল), আল-মমিন মিয়া (মোরগ), রুস্তম আলী (তালা), মোঃ বাবুল মিয়া (টিউবওয়েল); ৫নং ওয়ার্ডে আক্কাছ মিয়া (মোরগ), মোঃ কাদির মিয়া (টিউবওয়েল), পারভেজ মিয়া (তালা), মোঃ রফিক মিয়া (ফুটবল); ৬নং ওয়ার্ডে আবুল ফজল মিয়া (মোরগ), মনু মিয়া (ফুটবল), সালাহ উদ্দিন (টিউবওয়েল); ৭নং ওয়ার্ডে মোঃ রমজান মিয়া (ফুটবল), লুৎফুর রহমান (বৈদ্যুতিক পাখা), মোঃ সাজ্জাদ (মোরগ); ৮নং ওয়ার্ডে মোঃ ছালেক মিয়া (মোরগ), মোঃ নুর আহমদ (ফুটবল), মোঃ মুকিত মিয়া (বৈদ্যুতিক পাখা), হাফিজ উল্লা (টিউবওয়েল), মোঃ শিহাব সুমন (তালা) এবং ৯নং ওয়ার্ডে মমিন মিয়া (ফুটবল), লতিবুর রহমান (মোরগ)। এ ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৬১৮। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪২১ ও মহিলা ৫ হাজার ১৯৭।

৪নং কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- নুরুল হক ভুইয়া (নৌকা), মফিল মিয়া (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন মীর (আনারস)। সংরক্ষিত ১নং মহিলা আসনে আমেনা খাতুন (বই), রিপা বেগম (মাইক), রাবিয়া আক্তার (সূর্যমুখী ফুল), মোছাঃ হুছনা বেগম (তালগাছ); ২নং আসনে মোছাঃ মনুরা বেগম (হেলিকাপ্টার), রুনা আক্তার (মাইক), মোছাঃ সবিতা বেগম (তালগাছ), শিখা রানী সূত্র (সূর্যমুখী ফুল), শ্যামলী রানী সরকার (বই) এবং ৩নং আসনে ডলি আক্তার (কলম), মোছাঃ রহিমা খাতুন (মাইক), সেফালী আক্তার (হেলিকাপ্টার), হনুফা খাতুন (তালগাছ)। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মোঃ আব্দুল মন্নান মিয়া (ফুটবল), মোঃ ইকবাল মিয়া (টিউবওয়েল), মোঃ শামীম মিয়া (মোরগ); ২নং ওয়ার্ডে আব্দুল জলিল (ফুটবল), আব্দুল হেলিম (টিউবওয়েল), নজরুল ইসলাম বাবুল (তালা), মোঃ বাচ্চু মিয়া (মোরগ); ৩নং ওয়ার্ডে আব্দুল ছুবান (ফুটবল), মহিবুর রহমান (মোরগ); ৪নং ওয়ার্ডে আব্দুর রব মিয়া (মোরগ), মোঃ আসাদ আলী (ফুটবল); ৫নং ওয়ার্ডে আজিজুল রহমান সওদাগর ওরফ মোঃ আজিজুর রহমান সওদাগর (মোরগ), মোঃ জহুর আলী (ফুটবল), বিষ্ণুপদ সরকার (তালা), সুশীল সরকার (টিউবওয়েল); ৬নং ওয়ার্ডে মোঃ নুরুল হক (ফুটবল), মোঃ শহিদ মিয়া (মোরগ), মোঃ সামছুল হক (টিউবওয়েল); ৭নং ওয়ার্ডে বিল্লাল মিয়া (ফুটবল), মোঃ আশিকুর রহমান (মোরগ), মোঃ কামাল সিকদার (টিউবওয়েল), মোঃ সোলেমান মিয়া (বৈদ্যুতিক পাখা); ৮নং ওয়ার্ডে মোঃ নজু মিয়া চৌধুরী (ফুটবল), মোঃ ফিরোজ আলম (তালা), মোঃ বাদল মিয়া (টিউবওয়েল), মোঃ মইন উদ্দিন চৌধুরী (মোরগ), মোঃ শের আলী (বৈদ্যুতিক পাখা) এবং ৯নং ওয়ার্ডে মোঃ লাল মিয়া (মোরগ), মোঃ শাহজাহান মিয়া (বৈদ্যুতিক পাখা)। এ ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৯৯৫। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৫১৮ ও মহিলা ৯ হাজার ৪৭৭।

৫নং শিবপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- তফছির মিয়া (নৌকা), সাদিকুল আমিন চৌধুরী সাদিক (ধানের শীষ), খেলু মিয়া (দেয়াল ঘড়ি), আওয়ামী লীগের বিদ্রোহী আলী আমজাদ তালুকদার (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী নলিউর রহমান তালুকদার (মোটর সাইকেল), স্বতন্ত্র জামাত নেতা ডাঃ নুরুল হক (ঘোড়া)। সংরক্ষিত ১নং মহিলা আসনে ঝরনা বেগম (মাইক), মোছাঃ রাশেদা বেগম (বই), মোছাঃ সুজলা বেগম (সূর্যমুখী ফুল), মোছাঃ সুমলা বেগম (কলম), সেলিমা বেগম (হেলিকাপ্টার); ২নং আসনে মোছাঃ ছাইকুল নেছা বেগম (মাইক), মোছাঃ নুরজাহান বেগম (তালগাছ), মোছাঃ মমতা বেগম (সূর্যমুখী ফুল) এবং ৩নং আসনে মোছাঃ আলেকা বেগম (বক), মোছাঃ নুরজাহান বেগম (মাইক), মোছাঃ রুশেনা আক্তার (তালগাছ), মোছাঃ হোছেনা বেগম (বই), সুক্রিতি সুত্রধর (সূর্যমুখী ফুল), সুজেলা বেগম (কলম)। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আব্দুল আজিজ (ফুটবল), মোঃ নিয়ামুল হুসেন (টিউবওয়েল), মোঃ মিয়াদুল ইসলাম (তালা), মোঃ শিরু মিয়া (মোরগ); ২নং ওয়ার্ডে আইউব উল্লা চৌধুরী (মোরগ), আশিক মিয়া চৌধুরী (বৈদ্যুতিক পাখা), মোঃ আলম সাধু চৌধুরী (ফুটবল), মজিবুর রহমান চৌধুরী (তালা), মোন্তাকিম মিয়া (ঘুড়ি), মোশাহিদ মিয়া (টিউবওয়েল); ৩নং ওয়ার্ডে মোঃ কামরুজ্জামান (ফুটবল), মোঃ গোলাম চৌধুরী (তালা), মোঃ সালেহ আহমেদ (ঘুড়ি), মোঃ জয়নাল আবেদীন (মোরগ), মোঃ রতন মিয়া (আপেল), রুবেল আমীন (টিউবওয়েল); ৪নং ওয়ার্ডে নাজিম উদ্দিন (মোরগ), মোঃ খোরশেদ মিয়া (তালা)), মোঃ ফখরুল ইসলাম (ভ্যান গাড়ী), মোঃ মজিবুর রহমান চৌধুরী (ফুটবল), মোশাহিদ মিয়া (টিউবওয়েল), মোঃ লকুছ মিয়া চৌধুরী (বৈদ্যুতিক পাখা), মোঃ সোরাফ আলী (ঘুড়ি), মোঃ হাফিজ মিয়া (আপেল); ৫নং ওয়ার্ডে আমান উল্লা (টিউবওয়েল), মোঃ খানু মিয়া (ফুটবল), মোঃ গোলাপ আলী (তালা), মোঃ সামায়ুন (মোরগ); ৬নং ওয়ার্ডে মোঃ আসাদ মিয়া (ফুটবল), মোঃ নাজু মিয়া (তালা), মোঃ মিজানুর রহমান (মোরগ), মোঃ মাজহারুল ইসলাম (টিউবওয়েল); ৭নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দেব (টিউবওয়েল), মোঃ আলমগীর মিয়া (বৈদ্যুতিক পাখা), মোঃ মোতাহের হোসেন থন্দকার (তালা), মোঃ মহিবুল হাসান দুলু (মোরগ), মোঃ শরীফ মিয়া (ফুটবল); ৮নং ওয়ার্ডে মোঃ ছায়েদ মিয়া (টিউবওয়েল), মোঃ বজলুর রহমান লোদন (ফুটবল), মিলন মিয়া খান (তালা), শেখ মোঃ আয়ুব আলী (মোরগ) এবং ৯নং ওয়ার্ডে ফয়সল (তালা), আজিম লস্কর (ফুটবল), মোঃ মিজানুর রহমান (মোরগ), মোঃ মারুজ মিয়া চৌধুরী (টিউবওয়েল)। এ ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৫৭০। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৮৭২ ও মহিলা ৭ হাজার ৬৯৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!