স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে শিশুদের ঝগড়ার জের ধরে দেবরের কোদালের আঘাতে ভাবী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভাবী মিনারা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুরউন্ডা (জোয়ার) গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিনারা বেগম (৩৫) ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
জানা যায়, সকালে আব্দুস সালাম ও তার ছোট ভাই আব্দুল আজিজের বাচ্চারা খেলাধুলা করছিল। এক পর্যায়ে খেলা নিয়ে বাচ্চাদের মাঝে ঝগড়া হয়। এতে আব্দুস সালামের পুত্র আব্দুল আজিজের পুত্রকে মারধোর করে। এর জের ধরে মিনারা খাতুন ও আব্দুল আজিজের মাঝে কথা বাকবিতণ্ডা হয়। পরে ক্ষিপ্ত হয়ে আব্দুল আজিজ ভাবী মিনারা বেগমকে কোদাল দিয়ে উপর্যুপুরি আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এখানে মিনারা বেগমের অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও আবু নাঈম মোহাম্মদ হাসান জানান, মিনারা বেগমের মাথায় ও দুইটি হাতে অস্বাভাবিক আঘাত রয়েছে। তিনি শঙ্কামুক্ত নন। তাই তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।