লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হয়।
আমরা প্রত্যন্ত এলাকার সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করেছি। গত কয়েক বছরে হবিগঞ্জ-লাখাইসহ সারা জেলায় ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। আগামী দিনে সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
শুক্রবার সদর উপজেলার রিচি ইউনিয়নে খাল খনন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকার জ্বালাও-পুড়াও রাজনীতিতে বিশ্বাসী। তারা দেশের সম্পদ নষ্ট করতে জানে, কিন্তু গড়তে জানে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডাঃ সিদ্দিক আল, সাবেক চেয়ারম্যান রইছ মিয়া, আব্দুর রহমান, ডাঃ জিতু মিয়া, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী দিদার আলী ও হায়দর আলী প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার বিকালে সংসদ সদস্য ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে লংলা খাল পুনঃখনন ও ২৪ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে লাখাই আর এসডি হতে ভাটিয়ার খাল মুক্তার মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন।
একইদিন তিনি মাদনা রোড হতে লাখাই আরএসসি ভায়া বামকান্দি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন । এতে ব্যয় হবে ২২ লাখ ৬০ হাজার টাকা।