স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রি কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এইচএসসি প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কোন পরীক্ষার্থী বহিষ্কার ছাড়াই শেষ প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা ।
ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজগর জানান,কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০৩ জন এর মাঝে অনুপস্থিত রয়েছে ৩ জন। রবিবার সকালে সরেজমিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম বলেন,শান্তি পূর্ণ্যভাবে পরক্ষিা অনুষ্ঠিত হচ্ছে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্তা করা হয়েছে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান আদিল ।