এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে রতন মিয়া (২৫) নামের স্টার সিরামিক্স কোম্পানীর সিরামিক্স এর কাচামাল নিয়ে আসা ১ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় সদও হাসপাতালে নিয়ে আসার পর কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষনা করলে সাথে থাকা লোকজন পালিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই শ্রমিক কোম্পানীর জন্য আনা মাল আনলোড করার সময় মটর চালাতে গেলে সে বিদ্যুতে সট খায়। এ সময় কোম্পানীর অন্য লোকজনকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে তার মৃত্যুর খবর শুনে সাথে আসা লোকজন সটকে পড়ে। নিয়ে আসা সিরামিক্স কোম্পানীর এর ১ কর্মকর্তা পরিচয় দানকারী আঃ রউফ (৩৮) হাসপাতালের জরুরী বিভাগের খাতায় তার নাম এবং নাম্বার দেন। নাম্বারটি হল- ০১৭৩০৭২৯৯৫৭। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানাকে জানালে এস আই রকিবুল লাশের সুরতহাল করেন। এবং মাধবপুর থানায় মৃর্তুও ১টি বার্তা পাঠান। এ লাশ নিয়ে পুলিশ পড়ে বিপাকে।