হীরেশ ভট্টাচার্য্য হিরোঃ চলতি অবরোধে যাত্রা নির্বিঘœ করতে ও সড়ক ও রেল পথে নাশকতা রোধে হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের পরামর্শে বিশেষ টহলের ব্যবস্থা করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ। এই বিশেষ টহল ব্যবস্থার আওতায় ধর্মঘর থেকে শাহজীবাজার রেল ও সড়ক পথে নাশকতারোধ কল্পে থানা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইউনিয়ন পরিষদের চৌকিদার ও দফাদার ও আনসাররা রাত্রীকালীন প্রহরায় নিযুক্ত রয়েছেন। ধর্মঘর, চৌমুহনী, বহরা, শাহজাহানপুর, আন্দিউড়া, জগদীশপুর, নোয়াপাড়া ও বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চৌকিদাররা এ কাজে নিয়োজিত রয়েছেন। নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আলমগীর জানান, থানা পুলিশের পরামর্শে ইউনিয়ন পরিষদের চৌকিদাররা সড়ক ও রেল প্রহরায় কাজ করে যাচ্ছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, মাধবপুরে বিশাল এলাকাজুড়ে সড়ক ও রেলপথ রয়েছে। তাই কোনো অপ্রীতিকর ঘটনা ও নাশকতা রোধ কল্পে স্থানীয় চেয়ারম্যানদের সহযোগিতায় পুলিশের পাশাপাশি চৌকিদারদের প্রহরায় নিযুক্ত করা হয়েছে। কোনো সন্দেহভাজন লোকদের উপস্থিতি পেলে থানা পুলিশকে অবহিত করার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া মাধবপুরের ১১টি ইউনিয়নে কমিউনিটি পুলিশের সক্রিয় সদস্য রয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন পরিস্থিতি উদ্ভব হলে থানা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।