এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর কোর্ট এলাকায় আইনজীবির গাড়ির ধাক্কায় প্রতিবন্ধি এক ব্যক্তির ভ্যান গাড়ি ও তার মালামাল ধুমড়ে মুছরে গেছে। এসময় সে প্রতিবাদ করায় তাকে গালমন্দও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিবন্ধি শহরের রাজনগর এলাকার বাসিন্দা মৃত ইয়াদ আলীর পুত্র আব্দুল আউয়াল জানায় সে প্রতিবন্ধি হওয়ায় কোন কাজ কর্ম না পেয়ে দীর্ঘদিন ধরে ওই কোর্টের নিমগাছতলায় ভ্যান গাড়িতে বসে কলম, আয়না, ব্রাশ, চাকু, নীল কাটার চিরুনিসহ ইত্যাদি মালামাল বিক্রি করে আসছে।
প্রতিদিনের মত গত রবিবার সকাল ১০টায় গাড়ি নিয়ে বসলে চুনারুঘাটের বাসিন্দা এডভোকেট শহিদুল ইসলাম শহিদ নিজেই চালিয়ে প্রাইভেটকার নিয়ে তার ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে তার প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। এসময় সে জিজ্ঞাসা করিলে তাকে গালমন্দ করা হয়।
বিষয়টি আউয়াল জেলা আইনজিবী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সালেহ আহমদকেও অবগত করেছে বলে সে জানায়।