এম এ আই সজিব ॥ শহরের অনন্তপুর এলাকার আব্দুস শহীদ (৩৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র। সকালে শায়েস্তানগর তেমুনিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ওই এলাকার আব্দুস শহীদ জিয়ার মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী।
সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী, এএসআই আব্দুল লতিফ ও এ এস আই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তানগর তেমুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।