নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে হরতালের সর্মথনে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। গতকাল বুধবার সন্ধায় নবীগঞ্জ শহরস্থ দলীয় কার্যালয়ে গোল্ডেন প্লাজা থেকে মিছিলটি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গেলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে মিছিলকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে ব্যর্থ হয়ে সেখানেই পথসভায় মিলিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সদ্য কারামুক্ত ছাত্রনেতা শেখ আবুল কাশেমের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক সদ্য কারামুক্ত পৌর যুবদলের সাবেক আহবায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিদ আহমদ তালুকদার, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, তথ্য ও গবেষনা সম্পাদক নুরুল আমীন চৌধুরী, কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, জাকির চৌধুরী, ছাত্রনেতা দেলোয়ার হোসেন, জাকির চৌধুরী, করামুক্ত ছাত্রনেতা শেখ শিপন, প্রিয়তোষ কুড়ি, ফিন্স সাহেল, লাভলু, জালাল, জাহাঙ্গীর, বাবুল মিয়া, সাজু আহমদ, অপু আহমদ, সাফিকুল, নীলু, শাহিন আহমদ, মিল্টন চৌধুরী, তপন মালাকার, রাজিব ভট্রাচার্য্য, উজ্জল চৌধুরী, মিলন আহমদ চৌধুরী, জাহিদুর রহমান, আলী হোসেন চৌধুরী, রাজু, লিমন, সাবের, আজিজ, সাগর প্রমুখ। সমাবেশে বক্তাগণ বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল স্বতস্পূর্তভাবে পালনের জন্য নবীগঞ্জ বাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ৫ই জানুয়ারী নবীগঞ্জে শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলের পর পুলিশের সাজানো মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানান।