এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে বাড়িঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা রুজু হয়েছে। এদিকে এ খবর শুনে বাদি ও তার স্বাক্ষীকে মামলা তুলে নিতে হুমকি ধামকি দেয়া হচ্ছে। গত শুক্রবার রাতে ওই গ্রামের সারাজ মিয়ার স্ত্রী লাকি বাদি হয়ে এ মামলা করেন।
মামলার আসামীরা হল ঃ ওই গ্রামের মৃত কদ্দুছ মিয়ার পুত্র আলী আকবর শাহীন, হিরণ মিয়ার পুত্র জহুর মিয়া, আলমাস মিয়ার পুত্র তাহের মিয়া ও তার ভাই হারুন মিয়া, নানু মিয়ার পুত্র জাহির মিয়াসহ ৬৫জনকে আসামী করা হয়। মামলাটি সদর থানার ওসি রুজু করেছেন। উলেখ্য গত ৫ ফেব্র“য়ারি চারিনাও গ্রামে পুকুর খনন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহুর আলী গুরুতর আহত হয়। এরপর ৯ ফেব্র“য়ারি সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। এ ঘটনার পর জহুর আলীর পুত্র আওয়াল মিয়া সদর কোর্টে ওই গ্রামে শাহিন মিয়াসহ ৯৯ জনকে আাসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা করার পর প্রতিপক্ষ যাদু মিয়ার স্ত্রী জাহানারা বেগম নিহত জহুর আলীর পুত্র আওয়াল মিয়াসহ ৪৫ জন কে আসামী করে লুটপাটের মামলা দায়ের করে।
মামলায় গত বৃহস্পতিবার সকালে আওয়াল মিয়াসহ ৪৫ জন আসামী কোর্টে হাজিরা দিতে আসে। এ সুযোগে বাড়িতে হত্যা মামলার আসামীরা নিহত জহুর আলীর বাড়ি ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে সদর থানার এসআই সুমন হাজরার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, মামলা রুজু হয়েছে। আসামী ধরতে অভিযান অব্যাহত আছে। আসামীরা বাদি ও স্বাক্ষীদের হুমকি দিচ্ছে।