মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে স্কুল ছাত্রীসহ ওই পরিবারের ৭ জন আহত হয়েছে। হাত-পা ভাঙ্গা অবস্থায় স্কুলছাত্রী বিলকিছ আক্তারকে (১৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার গ্যাসফিল্ড সংলগ্ন শিবপুর গ্রামের ফিরোজ মিয়ার সাথে একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলেদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছিল। সম্প্রতি ফিরোজ মিয়ার দায়ের করা মামলায় হাজতবাস করে জামিনে ছাড়া পেয়েছে মৃত আব্দুল হামিদের ছেলে জিতু মিয়াসহ অন্যান্যরা। গতকাল শুক্রবার দুপুরে নালিশী ভূমিতে ফিরোজ মিয়া তার পরিবারের লোকজনদের নিয়ে চারা রোপন করছিলেন। খবর পেয়ে জিতু মিয়াসহ ১০/১২ জন মিলে ক্ষুুদ্ধ হয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় ফিরোজ মিয়ার পরিবারের অন্যান্যরা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়। হামলায় ফিরোজ মিয়ার কন্যা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বিলকিছ আক্তারের বাম হাত ও বাম পা ভেঙ্গে যায়। অন্যান্য আহতরা হলেন ফিরোজ মিয়া (৬৫), আঙ্গুরা খাতুন (৫৫), আবুল কালাম (৩৫), মাসকুরা (২০), আবু লেইছ (২৬) ও মিনারা খাতুন (২৭)। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় স্কুলছাত্রী বিলকিছকে সিলেটে রেফার করা হয়েছে।