চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ছালেহ উদ্দিন বাবরুকে প্রাথমিক ভাবে (ইউনিয়ন, উপজেলা ও জেলা) মনোনিত করে মাস ব্যাপি প্রচার প্রচারনা চালানোর পর কেন্দ্র থেকে জি এম কুটিকে মনোনয়ন প্রদান করায় স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দদের মাঝে যে কোন্দল সৃস্টি হয়েছিল তা বর্তমান পর্যন্ত অব্যাহত রয়েছে।
এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারনায় ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বি এন পির দুই একজন কর্মী ছাড়া দলীয় অন্য কাউকে দেখা যায়নি। এমনকি চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের ৯টি ইউনিয়নের বি এন পি সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র জমা কালে স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দদের দেখা গেলেও ২নং আহম্মদাবাদ ইউনিয়নের বি এন পি মনোনীত প্রার্থী জি এম কুটির মনোনয়নপত্র দাখিল কালে ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক ছাড়া বি এন পি পরিবারের অন্য কাউকে দেখা যায়নি। এই নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
তবে কি জি এম কুটির সাথে বি এন পির কর্মীরা সক্রীয় ভাবে থাকছেন না? সরেজমিনে দেখা যায় উঠান বৈঠক কিংবা গণ-সংযোগ কালে বরাবর’ই বিদ্রোহী প্রার্থী ছালেহ উদ্দিন বাবরুর সাথে ইউনিয়ন বি এন পির সভাপতিসহ অধিকাংশ নেতা কর্মীরাই থাকেন। লোকজন বলাবলি করছে বিদ্রোহী হলেও ছালেহ উদ্দিন বাবরুর জন সমর্থন বেশি।