মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নোয়াগাঁও গ্রামের এক ছাত্রী এবারের এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় আত্মহত্যা করেছে লিপি দেব নাথ নামের এক ছাত্রী।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর সভার নোয়াগাঁও গ্রামের কৃষ্ণ দেব নাথের মেয়ে লিপি দেব নাথ প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যলয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
বুধবার পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার খবর শুনে পরিবারের সকল সদস্যের অগোচরে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
থানার পরিদর্শক(তদন্ত) কেএম আজমিরুজ্জামান জানান, এ বিষয়টি আমাদের জানা নেই।