এম এ আই সজিব ॥ হবিগঞ্জে নির্মাণ শ্রমিক ইদ্রিস হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ২ আসামীকে আটক করেছে পুলিশ।
এদিকে নিহত ইদ্রিস আলীর স্ত্রী লাল বানু ও ১২ দিনের নবজাতক শিশু অসুস্থ হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদেও ভিত্তিতে সদর থানার এসআই পার্থ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বামকান্দি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের নিজাম উদ্দিনের পুত্র মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আলীম উদ্দিন (২৫) কে আটক করে। এ সময় তার বাড়ি থেকে সন্দেহজনক আরেক জনকেও আটক করা হয়। সে লাখাই উপজেলার গোয়াহাড়া গ্রামের নানু মিয়ার পুত্র শাহীন মিয়া (২০) কেও আটক করা হয়। পরে গায়াহাড়া গ্রামের নানু মিয়ার পুত্র শাহীন মিয়া স্থানীয় চেয়াম্যান ও মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বিকাল বেলা।
গত বৃহস্পতিবার রাতে ইদ্রিস আলীর চাচাতো ভাই মৃত জাফর আলীর পুত্র শাহ আলম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ কওে এবং অজ্ঞত আরো ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ সূত্রে জানা যায়, এ হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী বদরুন্নেছাকে আটক করলে হত্যার মোটিভ উদঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য ইদ্রিস আলী পইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার সুলতানশী গ্রামে ঠিকাদার খেলু মিয়ার সাথে কাজে যায়।ওইদিন বিকালে ভাঙ্গারপুল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে রেখে বদরুন্নেছা নামের এক মহিলা পালিয়ে যায়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, মামলার অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাগহত হয়েছে।