এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল তেমুনিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরধরে আবুল কালাম (৩০) নামে এক সিএনজি চালককে পিটিয়ে আহত করে সর্বস্ব লুটে নিয়েছে একদল দূর্বৃত্ত।
রবিাবর বিকেলে এ ঘটনাটি ঘটে। সে সদর উপজেলার সুলতানশী গ্রামের আঞ্জব আলীর পুত্র। আহত সূত্রে জানা যায়, দুলিয়াখাল গ্রামের ছালেক খানসহ ৮/৯ জন লোক তার সিএনজিটি আটক করে মারধোর করে। পরে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।