মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : কমান্ড্যান্ট মানিক চৌধুরী একজন সৎ ও দেশপ্রেমিক সাহসী এক ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধার নাম। যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হিসেবে বাঙ্গালী জাতিসত্তার সাথে জড়িত প্রতিটি গণআন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করেন ও একাধিকবার কারাবরন করেন। ৫২ ভাষা আন্দোলনে ছাত্র অবস্থায় তিনি প্রথম কারাবরন করেন। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে বীরত্বপূর্ন অবদানের জন্য বেসামরিক ব্যক্তি হিসেবে ‘কমান্ড্যান্ট’ পদবীতে ভুষিত হন। প্রচার বিমুখ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর জীবন আদর্শকে ধরে রাখতে বিগত সাত বছর যাবৎ হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি এবার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজরানী সুভাষিনী ও বানিয়াচং উপজেলার সুন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের ২০জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে গতকাল সকাল ১১টায় রাজরানী শুভাষিণী উচ্চ বালিকা বিদ্যালয়ে অদ্য শিক্ষাবৃৃত্তি পনের হাজার টাকা ক্রেষ্ট, শিক্ষা উপকরন ও তার জীবনবৃত্তান্ত প্রদান করেন কমান্ড্যান্ট মানিক চৌধুরীর কন্যা এড. আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এসময় সাথে ছিলেন মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্ত্রী রোকেয়া বেগম।