এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় এক নিরীহ পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে একদল দূর্বৃত্ত। এসময় দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বহু অপকর্মের হুতা ফরিদ মিয়ার নজর পরে একই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির উপর। এ ব্যাপারে আদালতে মামলা মোকদ্দমা চলছে। ফরিদ মিয়া জাহাঙ্গীরের বাড়ি দখল করতে না পারায় গত রবিবার সন্ধ্যায় আলী হোসেন ও মিয়া হোসেনসহ একদল দূর্বত্তরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে। এসময় তাদের হামলায় জাহাঙ্গীর মিয়ার বাসায় থাকা ভাড়াটিয়ারা আহত হয়। তাদের কে বাচানো জন্য জাহাঙ্গীর ও তার পিতা আব্দুল হক এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। গুরুতর আহত অস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় জাহাঙ্গীর মিয়ার ঘরটি ভেঙ্গে এবং মালামাল লুট করে নিয়ে যায়। এনিয়ে যে কোন সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।