


বাহুবল প্রতিনিধি : বাহুবলে উপজেলার রশিদপুর চা-বাগানের প্রায় ৩ লক্ষাধিক টাকার তার চুরির মামলার ২ আসামীকে এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোর রাতে রশিদপুর বাজারের পাশে ঘুরাফেরা অবস্থায় তাদেরকে সন্দেহ জনক গ্রেফতার করা হয়। তাদেরকে থানায় নিয়ে আসলে ওই তার চুরির মামলার আসামী সনাক্ত হয়। গ্রেফতারকৃতরা হল- সুন্দ্রাটিকি গ্রামের রফিক মিয়ার পুত্র নুরুল হক (৩৬) ও তুলাই মিয়ার পুত্র ফারুক মিয়া (৪৫)। জানা যায়, গত ২৬ ডিসেম্বর চা-বাগানের ভেতর প্রবেশ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার বৈদ্যতিক তার চুরি হয়। এ ঘটনায় বাগান ব্যবস্থাপক বাদী হয়ে বাহুবল থানায় একটি চুরির মামলা দায়ের হয়।