এম এ আই সজিব ॥ নারী নির্যাতন মামলার পলাতক আসামী আওয়ামীলীগ নেতা আলী আজগর মেম্বার কে পুলিশের হাতে গ্রেফতারের ঘটনায় তার লোকজনের হামলায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। বুধবার রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত দুলিয়াখাল মিরপুর সড়কের সুঘর এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় ওই সড়কের দু পশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, ২০১১ সালের মেম্বার ওই গ্রামের মৃত রঞ্জন পালের কন্যা বাপ্পি রানী পাল এর ধর্ষণ ও হত্যা মামলায় এজহারভুক্ত আসামী। এবং আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এতদিন সে আত্মগোপনে ছিল।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় সুঘর গ্রামের ইদ্রিছ আলী (৫০) ও হারুন মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাত ৮ টায় ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে লস্করপুর ইউনিয়নের মেম্বার আলী আজগর কে আটক করে। সে ওই গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র।
আটককের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে মেম্বারের ভাতিজা সাজিদসহ একদল লোক ইদ্রিস ও হারুনের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
ডিবি পুলিশের এসআই আব্দুল করিম জানান, আজ বৃস্পতিবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।