এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গ্রামে পরকীয়া প্রেমের বলি ট্রাক্টর চালক জুয়েল হত্যা মামলার পলাতক আসামীকে আটক করা নিয়ে বাদী ও আসামীপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, সম্প্রতি ওই গ্রামের ট্রাক্টর চালক জুয়েল খুন করে তার স্ত্রী দিপালী বেগম ও তার পরকীয়া প্রেমিকসহ একদল দুর্বৃত্ত।
এ ব্যাপারে তার পিতা আব্দুল গণি বাদি হয়ে দিপালী আক্তার,তার মা সরূপা আক্তার, পরকীয়া প্রেমিক ভিংরাজ মিয়ার পুত্র জুয়েল মিয়া ও সুহেল মিয়াসহ কয়েকজনকে আসামী করে মামলা করেন। এরপর থেকে জুয়েল মিয়া পলাতক ছিল। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়।
এদিকে দিপালীর মা সরূপা ও অপর আসামী সোহেল মিয়া জামিনে মুক্তি লাভ করে। বাদিপক্ষের অভিযোগ পলাতক আসামী জুয়েল থেকে ছদ্মবেশী নাম ধারণ করে ঢাকা-হবিগঞ্জ দিগন্ত পরিবহন (ঢাকা মেট্রো-গ- ১৪-৪১৫৬)বাসে চাকুরী নেয়। গতকাল ওই সময় হবিগঞ্জ আসার পথে জগতপুর এলাকায় গাড়িটি নষ্ট হয়ে যায়। বাদিপক্ষের লোকজন জুয়েলকে দেখতে পেয়ে ঝাপটে ধরে আটকানোর চেষ্টা করে।
খবর পেয়ে আসামী জুয়েলের পক্ষের লোকজন বাদিপক্ষের লোকজন হামলা চালায় এবং জুয়েলকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় উভয়পক্ষে সংঘর্ষ হলে উল্লেখিতরা আহত হয়।
সংঘর্ষে ওই মামলার সাক্ষী সুরুজ আলী, আজিজুল হক,আসামী সরূপা ও তার পুত্রবধু রোমানা আক্তার আহত হয়।তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।