


শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পুরান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে গাঁজা ব্যবসায়ী, সেবনকারী ও অবৈধ স্পিরিট বিক্রির অভিযোগে হার্ডওয়ার ব্যবসায়ীকে জেল- জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে পরিচালিত অভিযানে এ জেল জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জামিল, চাই থোয়াই হলা চৌধুরী ও রুবাইয়া আফরোজ। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল নজিব আলী। জেল-জরিমানা প্রাপ্ত ব্যক্তিরা হল, গাঁজাসেবনকারী সদর উপজেলার গুচ্ছ গ্রামের আবু বকরের পুত্র শামীম (৩০)। তাকে ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে। গাঁজা ব্যবসায়ী একই গ্রামের হাছন আলীর পুত্র ইনছাব আলী (২৭)। তাকে দেয়া হয়েছে ৬ মাসের কারাদন্ড। অবৈধ স্পিরিট বিক্রির অভিযোগে শায়েস্তাগঞ্জ পুরান বাজারের আগমনী হার্ডওয়ারের মালিক অমর দেব। তাকে জরিমানা করা হয়েছে ২ হাজার টাকা। একই অভিযোগে এমডি হার্ডওয়ারের মালিক সেলিম মিয়া। তাকে জরিমানা করা হয়েছে ১ হাজার টাকা। রাতেই দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।