এম এ আই সজিব ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ দুই জনকে নিষিদ্ধ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ঝুন্নু আহমেদ জীবন (৩৫) ও তার সহযোগি একই এলাকার মোঃ কুতুবউদ্দিন (২৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের দক্ষিন শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৮০ পিছ নিষিদ্ধ ইয়াবা ও ৪০হাজার টাজা উদ্ধার করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।