এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহর থেকে পুলিশের বিশেষ অভিযানে এডভোকেট আব্দুস শহীদ (৭০) ও সাব্বির আহমে (৪৮) নামে দুই জামায়াত নেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদী বই ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়েছে। আটককৃত এডভোকেট আব্দুস শহীদ কোর্টস্ট্রেশন এলাকার মৃত আব্দুল মন্নাফের পুত্র ও সাব্বির আহমেদ একই এলাকার কটু মিয়ার পুত্র।
পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১টায় সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে শহরের কোর্ট স্ট্রেশন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার এডভোকেট আব্দুস শহীদ ও তার সহযোগী সাব্বির আহমেদকে তার বাসা থেকে আটক করা হয়।