এম এ আই সজিব ॥ গতকাল বৃহস্পতিবার বেলা ১১ঘটিকার সময় উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে করাব ইউনিয়কে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লাখাই ্ধসঢ়;উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যলয়ের ছাত্রী আসমা আক্তার জোনাকি, গীতা পাঠ করেন অর্পিতা চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনীয়ার আব্দুল হাই কামাল। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ফজলুর রহমান ছুটন, মাহবুবুর রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জ্যাতিরঞ্জন সিনহা, ইউপি সদস্য তাজুল ইসলাম, মহিলা সদস্য সামসুন্নাহার, প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, রিপোটার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা শেষে করাব ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয় এবং নির্বাহী অফিসার উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।