বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ৫৪জন নেতাকর্মীকে দূত বিচার আইনের মামলায় জামিন দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এ জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকদ্দছ মিয়া বাবুল, উপজেলা জামায়াতের আমির কাজী আব্দুর রউফ বাহার, সেক্রেটারী এডভোকেট জালাল উদ্দিন আখনজি, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন প্রমূখ।
এর আগে আসামীদের পক্ষে আদালতে জামিন আবেদন করেন আইনজীবী মোঃ রমিজ আলী।
এসময় অন্যান্য আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান, হাফিজুর রহমান, হাবিবুর রহমানসহ অর্ধশত আইনজীবি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী বাহুবলের মিরপুর বাজারে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা দায়ের করে।