


এম এ আই সজিব ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামে রুপনা বেগম নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত বুদনা মিয়ার কন্যা। মৃত রুপনা বেগমের মা সাহেদা বেগম জানান, তার স্বামী মারা যাবার পর ভিক্ষা করে রুপেনাকে পড়ালেখাসহ মানুষ করে গড়ে তুলেন। গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরের তীরের সাথে উড়না পেচিয়ে ফাঁস লাগায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোররাতে সে মারা যায়। সদর থানার এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে বিকালেই লাশটি তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।