ষ্টাফ রিপোর্টার :: শায়েস্তাগঞ্জে ব্যাংকে জাল টাকার ছড়াছড়ি গ্রাহকরা আতংকে রয়েছে। জানাযায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের শাহিন মিয়ার নামে মানি ট্রান্সফার এর মাধ্যমে আবুধাবী থেকে ৪লাখ ৬০হাজার টাকা অগ্রণী ব্যাংক লিঃ শায়েস্তাগঞ্জ শাখায় আসে। গতকাল দুপুর ২টায় উক্ত টাকা উত্তোলন করার জন্য টাকা গ্রহিতা শাহিন মিয়া উক্ত ব্যাংকে আসলে এ সময় ব্যাংক ক্যাশিয়ার রবিউল আলম ৫শ টাকা নোটের ৮টি বান্ডিল ও ১শ টাকা নোটের ৬টি বান্ডিল দেন। শাহিন মিয়া উক্ত টাকা পরিক্ষা না করে পূবালী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখায় জমা দিতে যান। পূবালী ব্যাংক ক্যাশিয়ার পরীক্ষা করে ৫শ টাকার বান্ডিলে একটি জাল নোট পান। ঐ ৫শ টাকার জাল নোটটি জমাদাতাকে ফেরৎ দেন। শাহিন মিয়া ঐ নোটটি অগ্রণী ব্যাংক ক্যাশিয়ার রবিউল আলমের কাছে ফেরৎ দিলে ক্যাশিয়ার তাকে জাল নোটটির পরিবর্তে একটি আসল নোট তুলে দেন। এ ঘটনা জানাজানি হলে গ্রাহকদের মধ্যে আতংকের সৃষ্টি হয়।