নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও ৫ নং ওর্য়াড’র নব নির্বাচিত মেম্বার আল আমীন খাঁনকে প্রতিপক্ষ পরাজিত মেম্বার প্রার্থী ও তার লোকজন কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে হামলা করে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করেছে। তাকে মূমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
রাতেই তাকে অপারেশন করার কথা রয়েছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ শহরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যতায় কঠোর আন্দোলনের ডাক দেয়ারও ঘোষনা দেয়া হয়েছে।
স্থানীয় নতুন বাজার আব্দুল মতিন স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক উজ্জল সর্দারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ও পৌরসভার প্যাণেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি কাউন্সিলর আব্দুস ছালাম ও সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ। সমাবেশে ঢাকায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে বক্তাগণ বলেন,স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও নব নির্বাচিত মেম্বার আল আমীন খানের উপর হামলাকারী বিএনপির সন্ত্রাসী রানা ও হারুনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবী জানান। অন্যতায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।