


মাধবপুর প্রতিনিধি : পশ্চিম মাধবপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ ইব্রাহিম (২২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। সে ওই গ্রামের আব্দুস সামাদের পুত্র। জানা যায়, গতকাল বুধবার দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এস আই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি ইব্রাহীমকে আটক করে। এ সময় তার কাছ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।