এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতে সহোদর সহ ৪ চা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আমতলী চা বাগানের শ্রমিক সবিন উড়ার ছেলে সঞ্জয় উড়া (২২)ও তার ভাই দ্বিপক উড়া (১৪), অপর ভাই বিরব উড়া (১৫) ও পাশের ঘরের দুর্গার মেয়ে রজনী (১১)। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি ও প্রচন্ড ঝড় শুরু হয়। ঝরের এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে বজ্রপাত আঘাত হলে তাদের বাড়ির পাশ্বে বসে থাকায় অবস্থায় তাদের উপর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এতে আহত হয় আরো ২ জন।
তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করাহলে গত শনিবার সকালে বিরব উড়া মারা যায়। এদিকে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে চা শ্রমিকদের মাঝে শোকে স্তব্দহয়ে গেছে গোটা এলাকা। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।