নিজস্ব প্রতিবেদক : সিলেট সুরমা নদীতে খেয়া পারাপারের সময় গত মঙ্গলবার নিখোঁজ হওয়া সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নের খালোরপাড় এলাকার সুরমা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খালোরপাড় এলাকার সুরমা নদীর পাড়ে মরদেহটি ভেসে যেতে দেখে স্থানীয় এক শিশু টেনে তোলে। গলিত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে দক্ষিণ সুরমা থানার এএসআই অরুণের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে।
মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার এএসআই অরুণ দাশ বলেন, মঙ্গলবার সকালে খেয়া পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন হায়দার আলী। বুধবার মরদেহটি গলে ভেসে ওঠে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।