মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে দরগা গেইট শাহজীবাজার এলাকায় টমটম ভাড়া নিয়ে কয়েক দফা সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। রোববার দুপুর ২ টার দিকে দরগা গেইটে এ ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত দুলাল মিয়া, রফিক মিয়া ও দারগ আলী অবস্থা আশংকাজনক।
প্রতাক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ২ টার দিকে দরগা গেইট নামক স্থানে টমটম ভাড়াকে কেন্দ্রে করে বাঘাসুরা গ্রামের দুলাল মিয়া ও তাজপুর গ্রামের রফিক মিয়ার লোকজনের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে।
এ ঘটনা নিষ্পত্তির জন্য সকালেই স্থানীয় লোকজন মাজার গেইট এলকায় শালীস বৈঠকে বসলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।