এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে প্রেম করতে গিয়ে জনতার হাতে ধরাশায়ী হয়েছে অলিপুর প্রাণ কোম্পানির দুই শ্রমিক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লুকড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, লুকড়া গ্রামের ফজর আলীর কন্যার এর সাথে দীর্ঘদিন যাবত অলিপুর প্রাণ কোম্পানীতে থাকার সুবাধে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ধুলিয়াখাল আমতলী গ্রামের আব্দুস সহিদের পুত্র আবুল বশরের। দীর্ঘদিনের প্রেমের সুবাদে তারা একে অপরকে পেতে মরিয়া হয়ে উঠে।
গতকাল মঙ্গলবার আবুল বশর লুকড়া গ্রামে ওই প্রেমিকার সাথে দেখা করতে যায়। বিষয়টি স্থানীয় লোকদের নজরে আসলে স্থানীয় লোকজন প্রেমিক আবুল বাশারকে পাকড়াও করে। পরে উপস্থিত জনতা তাকে উত্তম মধ্যম দেয়।
এদিকে, এ ঘটনায় শেষকল্পে স্থানীয় মুরুব্বিরা একত্রিত হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে প্রেমিক যুগলকে বিয়ে পড়িয়ে দেয়া হয়।