হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাজার থেকে এনাম মিয়া (২৪) নামের এক যুবককে গাঁজাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সে চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারের কালমুন্ডা গ্রামের মৃত নানু মিয়ার পুত্র।
বুধবার রাত ৮টায় সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার লুঙ্গির প্যাচ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়।