নিজস্ব প্রতিনিধি : লাখাইয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসানই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। সভায় প্রধান অতিথি উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে সহায়ক বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন লাখাই বাসিকে একটি সু-শৃংখল সমাজ উপহার দিতে আইন শৃংখলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। এসময় প্রধান অতিথি আইনশৃংখলার সার্বিক দিক তোলে ধরে বলেন উপজেলার বিভিন্ন এলাকায় বিরাজমান গোষ্টীগত দন্ধ, মদ, জুয়াসহ ইয়াবার ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে আইন শৃংখলা রক্ষাকারীদের কটোর পদক্ষেপ গ্রহনের আহবান জানান। গোষ্টীগত দন্ড তাৎক্ষনিক মিমাংসার ব্যবস্থা করতে না পারলে প্রশাসনকে অবগত করতে হবে। যাতে বড় ধরনের বিশৃংখলার সৃষ্টি না হয়। এছাড়া বাল্য বিয়ে প্রতিরোধ, ইভটেজিং, সড়ক ডাকাতি রোধ কল্পে প্রশাসনকে আরোও সর্তক হওয়ার জন্য আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওসি মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, ইউপি চেয়াম্যান ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই কামাল, সিরাজুল ইসলাম, শেখ মোক্তার হোসেন বেনু, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, আলহাজ্ব শফিকুল ইসলাম জজ মিয়া, অধ্যক্ষ দ্বীন ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্তমতা মোঃ শহিদুর রহমান খাঁন ও প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ প্রমুখ।