শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা জামায়াত সেক্রেটারী খলিলুর রহমানকে(৩৫) নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার সাদ্দামবাজার এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়।
গ্রেফতারকৃত খলিল চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের আবুল হাসিমের ছেলে।
চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে শায়েস্তাগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী ও সাবেক জেলা ছাত্র শিবির নেতা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক জানান- সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশের সহায়তা নিয়ে খলিলকে গ্রেফতার করতে আমরা অভিযান পরিচালনা করি। এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
শায়েস্তাগঞ্জে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।