হামিদুর রহমান,মাধবপুর থেকে: মাধবপুরে জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার উপজেলা চৌমুহনী খুরশিদ বহুমূখী স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও পরিচালনা কমিটির আয়োজনে ঘন্টাব্যাপি জঙ্গি বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ও প্লেকার্ড নিয়ে কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহন করেন।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাধবপুর-ধর্মঘর সড়কের চৌমুহনী বাজারে মানববন্ধন করে।
কর্মসূচীতে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. রহম আলী, অধ্যক্ষ মো. মোহন মিয়া, দাতা সদস্য আজাহার উদ্দিন ভূইয়া, অভিভাবক সদস্য আব্দুর রশিদ মেম্বার, নাজিম উদ্দিন,সালাহ উদ্দিন ভূইয়া, সহকারী প্রধান শিক্ষম মিহির চন্দ্র দেব,সহকারী শিক্ষক মাওলানা জাহিদুর রহমান,আবুল হোসেন,মাহবুবুল হাসান জনি,নূর বানু প্রমুখ।