মাধবপুর থেকে সংবাদদাতা : মাধবপুরে ইট বোঝাই এক টাক্টরের চাপায় দিপ্ত দেব (৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মাধবপুর পৌর এলাকার বণিক পাড়া গ্রামের প্রদীপ দেব এর পুত্র। জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের স্যামকো স্টেশনের পাশে বনিক পাড়া নামকস্থানে রাস্তায় ইট বোঝাই টাক্টরটি দিপ্ত দেবকে চাপা দেয়। এতে ঘটানাস্থলেই তার মৃত্যু হয়। সাথে সাথে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।