নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে অভিনব কায়দায় মাদক ব্যবসা জমে উঠেছে। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকা থেকে তাবেদুল ইসলাম (৩৫) নামের এক ফেরীওয়ালাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ সময় তার ফেরী তল্লাশী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে আজমিরীগঞ্জ উপজেলার বনশিবপাশা গ্রামের কুদরত আলীর পুত্র। বুধবার দুপুরে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায় ও করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়. দীর্ঘদিন ধরে তাবেদুল সীমান্ত দিয়ে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক ফেরি করে আজমিরীগঞ্জে নিয়ে বিক্রি করতো। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়েছে।