লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা শপথ গ্রহণ করছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চেয়ারম্যানরা ও সকাল ১০টায় সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যরা শপথ নেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৬ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আলম।
এর আগে সকাল সাড়ে ১০টায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ নেন ১৮ জন সংরক্ষিত মহিলা ও ৫৪ জন সাধারণ সদস্য। তাদের শপথ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন।