মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক (৬০) বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার তেলিয়াপাড়া ভারতীয় সীমান্তবর্তী ২০ নম্বর সুরমা চা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এরআগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তেলিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান সীমান্তে টহল দিতে গিয়ে লাশটি দেখতে পেয়ে মাধবপুর থানায় খবর দেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।