মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের লাখাইয়ে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে দু’দল গ্রামবাসির সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় কাছম আলী ( ৩৫), সোহের মিয়া (৩২), শরীফ মিয়া (২৫), গোলজাহার মিয়া (৬০), মস্তু মিয়া (৪০), রেহেনা খাতুন (৩৫) ও শাহিন মিয়া (২৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্যদেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকলে।
হাসপাতাল সূত্রে জানায়, লাখাই উপজেলার সিংহ গ্রামের মস্তু মিয়া ও একই গ্রামের সোহেল মিয়ার মধ্যে এক খন্ড জমির দখল নিয়ে দির্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে রোববার (৭ আগস্ট) সকালে দু’পক্ষের মাঝে নতুন করে বিরোধ দেখা দেয়।
এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সাজে সজ্জিত হয়ে দাঙ্গার প্রস্তুতিনেন। এক পর্য়ায়ে তারা সংঘর্ষে ঝাপিয়ে পড়ে। শুরু হয় হামলা পালটা হামলা। ঘন্টাব্যপী চলতে থাকে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ।
খবর পেয়ে গ্রামের মুরুব্বিয়ানগণ ঘটসাস্থলে পৌছে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেণ ।
এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।