নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলা সাংবাদিক ফোরাম।
সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর ও সাংবাদিক শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদ শাহ ফখরুজ্জামান।
দৈনিক সমাচার সম্পাদক রফিকুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সাবেক সভাপতি গোলাম মর্তুজা, দৈনিক তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী।
হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুুবুর রহমান আওয়াল, ডাক্তার জমির আলী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক, করাঙ্গীনিউজ২৪.কম সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম প্রমুখ।