উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ,থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামে দুই পরিবারের মধ্যে রাস্তা নিয়ে বিরোধ চলছিল এরই জের ধরে গতকাল বুধবার সকালে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ও বাকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, সম্প্রতি উপজেলার রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে লালফর মিয়া ও ইসমাইল মিয়া এবং একই গ্রামের কদ্দুছ মিয়া ও লেবু মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে। গতকাল বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংর্ঘষে লিপ্ত হয়।
এতে লেবু মিয়া (৪৫), আফজল মিয়া (৩২), সবুজ মিয়া (৮) আবুল হোসেন (৩০), ফয়েজ উদ্দিন (১৫), ফাহিম উদ্দিন (১২), ও সরলা বিবি (৪৫) গুরুতর আহত হয়। অন্যান্য গুরুতর আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আফজল মিয়া ও লেবু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।