চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে।
জানাযায়, শনিবার বিকাল ৫টায় উপজেলার পূর্ব পাকুড়িয়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে ছোবান মিয়ার নেতৃত্বে একদল লোক একই গ্রামের আঃ হান্নানের বাড়িতে হামলা চালায়। এসময় আঃহান্নান বাধা দিলে ছোবান মিয়ার লোকজনদের দেশীয় অস্ত্রের আঘাতে মহিলাসহ ৫জন আহত হয়।
আহতরা হল আঃ হান্নান (৫৫), আজিজুল হক (৩৫), রমজান আলী (৪২), হাজেরা খাতুন (৪৫), মোছাঃ আছকিরা খাতুন (৩১)। হামলাকারীরা আঃ হান্নানের বাড়িতে স্বর্ণালংকারসহ নগদ অর্থকরি লুট করে। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওইদিন রাতে পূর্ব পাকুড়িয়া গ্রামের আলতা মিয়ার স্ত্রী চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।